Ajker Patrika

মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুর প্রতিনিধি
মেঘনায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তাঁর নাম মো. আব্দুর রাজ্জাক (৬৭)। আজ শুক্রবার দুপুরে লঞ্চঘাট এলাকার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। 

চাঁদপুর নৌ–থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আব্দুর রাজ্জাক উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কালু মিয়া। 

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো আজও লঞ্চঘাট এলাকায় গোসল করতে নামেন। কিন্তু অনকে সময় পার হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজ করতে আসেন। নদীর পাড়ে তাঁর কাপড় পড়ে থাকতে দেখে তাঁদের সন্দেহ হয় তিনি নদীতে তলিয়ে গেছেন। 

ওসি মো. কামরুজ্জামান বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনেরা থানায় বিষয়টি অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি। 

তিনি আরও বলেন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম আগামীকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছেন। সকাল ৮টার পর আবারও উদ্ধার কার্যক্রম শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত