নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। প্রায় ৩৮ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। আন্তমন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।
সাখাওয়াত জানান, সরকার চায় চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। তবে বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এ নিয়ে অপপ্রচার না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, বন্দরের আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না।
সাখাওয়াত জানান, ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেক থেকে নিয়ে নৌবাহিনীকে দেওয়া হয়। এরপর সেখানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।
উপদেষ্টা এর আগে বন্দরের কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা নৌ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বা শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হচ্ছে। প্রায় ৩৮ বছর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। আন্তমন্ত্রণালয় ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই এই ট্যারিফ বাড়ানো হয়েছে। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের।
সাখাওয়াত জানান, সরকার চায় চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে। এই বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। তবে বন্দরের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এ নিয়ে অপপ্রচার না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, বন্দরের আধুনিকায়নে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি। তবে এতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে না।
সাখাওয়াত জানান, ৭ জুলাই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সাইফ পাওয়ার টেক থেকে নিয়ে নৌবাহিনীকে দেওয়া হয়। এরপর সেখানে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ১৩ শতাংশ। প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ একক কনটেইনার হ্যান্ডলিং হচ্ছে।
উপদেষ্টা এর আগে বন্দরের কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা নৌ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
১ ঘণ্টা আগেআমনের ভরা মৌসুমে কুড়িগ্রামের কয়েকটি স্থানে সারসংকটের অভিযোগ তুলে বিক্ষোভ করছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে গিয়ে শূন্য হাতে ফিরছেন তাঁরা। এতে করে আমন খেতসহ রবিশস্যের আগাম আবাদ বাধাগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগেভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
২ ঘণ্টা আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে