Ajker Patrika

কসবায় সীমান্তহাট চালুর উদ্যোগ, পর্যবেক্ষণে দুই দেশের প্রকৌশলী দল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় সীমান্তহাট চালুর উদ্যোগ, পর্যবেক্ষণে দুই দেশের প্রকৌশলী দল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার কারণে সাড়ে তিন বছর বন্ধ থাকার পর তারাপুর-কমলাসাগর সীমান্ত হাট দ্রুত চালু করতে দুই দেশের পরিচালনা কমিটি কাজ করছে। এর প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সাড়ে ১১টায় হাটের অবকাঠামোর ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ, পানির লাইন মেরামতসহ সব সমস্যা সমাধানের জন্য হাট পর্যবেক্ষণ করতে আসেন দুই দেশের প্রকৌশলী দল। 

আজ থেকেই শুরু হয়েছে হাটের ঝোপঝাড় পরিচ্ছন্নতার কাজ। এ সময় বাংলাদেশর পক্ষে উপস্থিত ছিলেন—কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, সহকারী কমিশনার (ভূমি) সনজিব সরকার, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ভারতের আগরতলার প্রকৌশলী এ দেবনাথ, প্রকৌশলী সাব্যসাচী দেবনাথ, সিপাহীজলা ও বিশালঘর থেকে পিডিও অনুরাগ সেন, প্রকৌশলী অরিন্দম ভট্রাচার্য্য, মনজিব দাস ও বিএসএফ কোম্পানি কমান্ডার সুরেন্দর সিংহ প্রমুখ। 

ক্ষয়ক্ষতির বিষয়টি তাঁরা দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে মিটিং করে দুই দেশের পরিচালনা কমিটি হাট খোলার দিনক্ষণ ঘোষণা করবেন। জুলাইয়ের মধ্যেই হাট চালু করার আশা প্রকাশ করেন প্রকৌশলী দল। 

এর আগে গত ৬ জুন সীমান্তহাট চালু করতে এডিএম পর্যায়ে আলোচনা সভা করেন দুই দেশের প্রতিনিধি দল। ওই সভায় অবকাঠামোগত সমস্যা নিরসন করে দ্রুত হাট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

 ২০১৫ সালের ১১ জুন দুই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তারাপুর-কমলাসাগর সীমান্তহাট। ২০২০ সালের মার্চে মহামারি করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় হাটের কার্যক্রম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত