কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রক্রিয়া হিসেবে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার সকালে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি নাফ নদী পার হয়ে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে হয়ে বাংলাদেশে পৌঁছান।
মিয়ানমারের প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।
মিয়ানমার প্রতিনিধিদলটি ট্রানজিট জেটিঘাট থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান। সেখানে প্রত্যাবাসন নিয়ে তাঁরা কথা বলবেন রোহিঙ্গাদের সঙ্গে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৮ এপ্রিল চীনের কুনমিংয়ে বেইজিংয়ের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ রোহিঙ্গাকে প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে তিন দেশ সম্মত হয়।
এর আগে গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ থেকে দেওয়া রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই করার জন্য মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধিদল এসেছিলেন। এ প্রতিনিধি দলটি টেকনাফে এক সপ্তাহ অবস্থান করে ৪ শতাধিক পরিবারের তথ্য যাচাই-বাছাই করে।
এরপর গত ৫ মে ২০ জন রোহিঙ্গাসহ ২৭ সদস্যের বাংলাদেশের প্রতিনিধি দল মিয়ানমারে প্রত্যাবাসনের পরিবেশ দেখতে যান। তবে ফিরে এসে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও রোহিঙ্গা নেতারা অসন্তোষ প্রকাশ করেছিলেন।
অবশ্যই চলতি মাসে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরুর অংশ হিসেবে আরও কয়েক দিন আগে মিয়ানমারের প্রতিদিন দল আসার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে সফর পেছানো হয়।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মিয়ানমারের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মূল আবাস মিয়ানমারের রাখাইনের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতি করা হয়েছে। এ সময় লুট করা হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালিয়াদহ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে এ ডাকাতি করা হয়।
৪ মিনিট আগেবাসায় উপস্থিত সবার জন্যই আপ্যায়নের চেষ্টা করেছেন আইভী। তিনি নিজের হাতে সবাইকে আপ্যায়নের চেষ্টা করেন। বিস্কুট, কলা, লালমোহন মিষ্টি দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ কর্মকর্তারা এসব খাননি। তাঁরা বলেছেন, ‘অভিযানে এসে খাবার গ্রহণ করাটা ঠিক হবে না।’ তাঁরা কেউই এসব খাবার গ্রহণ করেননি।
৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কেশবপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুর ১২টায় তাঁদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়। তাঁদের জয়পুরহাট থানায় দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১৫ মিনিট আগেদেশে প্রথমবারের মতো শুরু হওয়া যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২৫ মিনিট আগে