Ajker Patrika

মধ্যরাতে বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২২: ১৫
মধ্যরাতে বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ

মধ্যরাতে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে স্পোর্টস কার নিয়ে রেসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে টানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে টানেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়ি শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত রোববার মধ্যরাতে কার রেসের ভিডিওটি নজরে এসেছে। তাদের শনাক্তের কাজ চলছে। শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মধ্যরাতে স্পোর্টস কার নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে কিছু তরুণ।এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সকাল থেকে যান চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়। ওই দিন দিবাগত রাতে দামি স্পোর্টস কার নিয়ে রেস মেতে ওঠে একদল উঠতি বয়সী ছেলে। অথচ টানেলে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। এতে প্রায় ১০টি গাড়ি অংশ নেয়।

পরে ‘দ্য স্লো কিডস’ নামে একটি পেজে টানেলে রেসের ভিডিওটি আপলোড দেওয়া হয়। ভিডিওটি শেয়ার দিয়ে হলিউড সিনেমা ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র সঙ্গে তুলনা করা হয়। পরে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত