Ajker Patrika

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, গ্রেপ্তার ২

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ১৭ জুন ২০২২, ১৬: ৫২
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অত্যাধুনিক অস্ত্র, গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় অত্যাধুনিক অস্ত্রসহ দুজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন-৮। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে ৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ব্যাটেলিয়নটির অধিনায়ক শিহাব কায়সার খান।

অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘নাশকতার পরিকল্পনা নিয়ে ১৫-২০ জন দুর্বৃত্তকারী কয়েকটি দলে বিভক্ত হয়ে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে যাচ্ছিলেন ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ১৮ নম্বর ক্যাম্পের বিভিন্ন ব্লকে অবস্থান নেয় ৮ এপিবিএনের আভিযানিক দল। রাত সোয়া ১০টার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্তকে ২০ নম্বর ক্যাম্পের দিকে যাওয়ার পথে বাধা দেয় পুলিশের দলটি। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় তাদের পাল্টাগুলি করে পুলিশ। এ সময় নীল রঙের একটি ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্বৃত্তদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে একটি এসল্ট রাইফেল এবং ৪৯১ রাউন্ড ৫.৫৬ এমএম গুলি উদ্ধার করা হয়। ঘটনার তিন ঘণ্টা পর ১৮ নম্বর ক্যাম্প থেকে পালিয়ে আসা মোহাম্মদ হোসেন ও জাহেদ হোসেন নামে দুজনকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৬ হাজার ৩০০ ইয়াবাসহ ১৫ নম্বর ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।’

৮ এপিবিএন অধিনায়ক সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে এপিবিএনের যৌথ অভিযান অব্যাহত আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত