Ajker Patrika

চট্টগ্রামের হোটেলে আগুন, কক্ষ থেকে একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৮ মে ২০২৪, ১৭: ৫৫
চট্টগ্রামের হোটেলে আগুন, কক্ষ থেকে একজনের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে আব্দুল বারেক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড়ে ‘হোটেল রোজ ভিউ’ নামে একটি হোটেলে আগুন লাগে। 

আব্দুল বারেক (৫৫) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলের একটি কক্ষে ছিলেন। 

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত পৌনে ১টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুন নেভানোর পর হোটেলের ৩০৬ নম্বর কক্ষ থেকে বারেককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে হোটেলের স্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে স্টোররুম লাগোয়া ওই হোটেল কক্ষটিতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ওই হোটেল কক্ষের ভেতর আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রোজিনা খাতুন বলেন, আব্দুল বারেক শ্বাসকষ্টের রোগী ছিলেন। আগুনের ধোঁয়ায় তিনি অসুস্থ হয়ে মারা যান। বারেকের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত