কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখার অভিযোগে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫২-এর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে লিটন সরকারে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, এ মর্মে ১০ ডিসেম্বর রোববার বেলা ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ছাড়া তাঁর এ বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) বিধির লঙ্ঘন। হুমকি প্রদান করে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত আছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেবিদ্বার ভানী ইউনিয়ন যুবলীগের একটি সভায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়।
পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসানের। এরপর অনুসন্ধান কমিটি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে।
ভিডিও ক্লিপে লিটন সরকারকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘বাঘের থাবা থেকে বাঁচার উপায় আছে, কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা, আগে আমাদের থাবা থেকে বাঁচ! আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কম্পিটিশন তো দূরের কথা জামানত থাকবে না। আমার আর আবু কালামের এক সেন্টার, আমি চ্যালেঞ্জ দিলাম, আয় তোর ক্ষমতা থাকলে, তোর ইউনিয়নে পারলে আমার সামনে দাঁড়া।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশের কপি আমি এখনো পাইনি, তবে শুনেছি।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে আমার বক্তব্য কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে।’
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে নির্বাচনী সভায় বক্তব্য রাখার অভিযোগে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারকে শোকজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি সংসদীয় আসন-২৫২-এর দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশে লিটন সরকারে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না, এ মর্মে ১০ ডিসেম্বর রোববার বেলা ১১টায় সময় নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয় কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ছাড়া তাঁর এ বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর ১১ (ক) বিধির লঙ্ঘন। হুমকি প্রদান করে দেওয়া তাঁর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ অনুসন্ধান কমিটির কাছে সংরক্ষিত আছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) দেবিদ্বার ভানী ইউনিয়ন যুবলীগের একটি সভায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার। বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় শুরু হয়।
পরে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নির্বাচনী অনুসন্ধান কমিটির সংসদীয় আসন-২৫২, কুমিল্লা-৪ (দেবিদ্বার) ও কুমিল্লার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইমাম হাসানের। এরপর অনুসন্ধান কমিটি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করে।
ভিডিও ক্লিপে লিটন সরকারকে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘বাঘের থাবা থেকে বাঁচার উপায় আছে, কিন্তু রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী ফখরুল তো পরের কথা, আগে আমাদের থাবা থেকে বাঁচ! আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, কম্পিটিশন তো দূরের কথা জামানত থাকবে না। আমার আর আবু কালামের এক সেন্টার, আমি চ্যালেঞ্জ দিলাম, আয় তোর ক্ষমতা থাকলে, তোর ইউনিয়নে পারলে আমার সামনে দাঁড়া।’
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘নোটিশের কপি আমি এখনো পাইনি, তবে শুনেছি।’ তিনি আরও বলেন, ‘ভিডিওতে আমার বক্তব্য কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে।’
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২০ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২৫ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩০ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে