Ajker Patrika

চবিতে প্রক্টরসহ ১৬ প্রশাসনিক কর্মকর্তার একযোগে পদত্যাগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৬: ২৭
চবিতে প্রক্টরসহ ১৬ প্রশাসনিক কর্মকর্তার একযোগে পদত্যাগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টর, সহকারী প্রক্টর, বিভিন্ন হলের আবাসিক শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন পদে থাকা ১৬ জন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ব্যস্ততার উল্লেখ করে আজ রোববার দুপুরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে ইতিমধ্যে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টর, আবাসিক শিক্ষকসহ ১৬ জন পদত্যাগ করেছেন। আমরা প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন প্রক্টর ও দুজন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছি। বাকিদের পদত্যাগপত্র যথাযথ পর্ষদে পাঠিয়ে দেওয়া হবে।’ 

প্রক্টর পদে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মো. নূরুল আজিম সিকদার। এ ছাড়া ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রুকন উদ্দীন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের প্রভাষক সৌরভ সাহা জয়কে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

যাঁরা পদত্যাগ জমা দিয়েছেন, তাঁরা হলেন প্রক্টর ও শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভুঁইয়া, সহকারী প্রক্টর এ এস এম জিয়াউল ইসলাম, সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু, সহকারী প্রক্টর রামেন্দু পারিয়াল, সহকারী প্রক্টর শাহরিয়ার বুলবুল তন্ময়, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ওমর ফারুক রাসেল, শাহজালাল হলের আবাসিক শিক্ষক শাহরিয়ার বুলবুল তন্ময়, আনাবিল ইহসান, প্রীতিলতা হলের আবাসিক শিক্ষক ফারজানা আফরিন, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ ও রমিজ আহমেদ, শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষক শাকিলা তাসনীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক নাসরিন আক্তার, উম্মে হাবিবা ও ড. মো. শাহ আলম এবং আলাওল হলের সিনিয়র আবাসিক শিক্ষক ঝুলন ধর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত