Ajker Patrika

টেকনাফে মুক্তিপণের টাকাসহ রোহিঙ্গা আটক

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৯: ৫৭
টেকনাফে মুক্তিপণের টাকাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের ৫৮ হাজার টাকাসহ মো. ইলিয়াছ (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বুধবার বেলা ৩টায় টেকনাফের শালবাগানের রোহিঙ্গা শিবিরের ৪ নম্বর ব্লকের আইয়ুব স্টোর থেকে তাঁকে আটক করা হয়। আটক ইলিয়াছ রোহিঙ্গা শিবিরের ২৬–এর ব্লক বি/ ৮–এর মো. আবদুল মজিদের ছেলে। 

এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইয়ুব স্টোরের বিকাশ থেকে টাকা তোলার সময় মো. ইলিয়াছকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইলিয়াছ জানান, টাকাগুলো মুক্তিপণের। তাঁরই ক্যাম্পের ব্লক বি/ ১০–এর অপহরণকারী আয়াছের নির্দেশে টাকা তোলা হচ্ছে বলে ইলিয়াছ দাবি করেছেন। তবে কাকে অপহরণ করা হয়েছে জানেন না তিনি। 

এ বিষয়ে এপিবিএনের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ইলিয়াছ মুক্তিপণের টাকা উত্তোলন করেছেন স্বীকার করলেও কাকে অপহরণ করা হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন। অপহরণকারী আয়াছকে আটকের অভিযান চলছে। ইলিয়াছকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত