কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে মোহাম্মদ সাজ্জাদ (১৩) নামের এক কিশোরকে সুপারি গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সাজ্জাদ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাত ঝুলাকাটা গ্রামের নুরুল হুদার ছেলে। এদিকে গ্রেপ্তার হওয়া যুবক মো. আলম পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার আব্দুস সালামের ছেলে।
সাজ্জাদের বাবা নুরুল হুদা জানান, তাঁর ছেলে সাজ্জাদ ও প্রধান আসামি মোহাম্মদ আলমের ভাই নুরুল আজিম কালু পরস্পর বন্ধু। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে দোকানে খেলতে গিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় তাঁর ছেলেকে মারার জন্য তাঁরা খুঁজতে থাকলে ছেলের হয়ে তিনি নিজেই ক্ষমা চান। এরপরও গত ২৪ সেপ্টেম্বর বিকেলে সাজ্জাদকে একটি চা দোকানের সামনে থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামে নিয়ে যায়। সেখানে সুপারি গাছের সঙ্গে তাঁকে রশি দিয়ে বেঁধে মারধর করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সাজ্জাদকে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা করা হয়। গত রোববার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঈদগাঁও মেডিকেল নামের ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সাজ্জাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ সাজ্জাদকে সুপারি গাছে রশি দিয়ে বেঁধে পিটিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালীতে মোহাম্মদ সাজ্জাদ (১৩) নামের এক কিশোরকে সুপারি গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করার অভিযোগে উঠেছে। আজ সোমবার ভোরে এ ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সাজ্জাদ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাত ঝুলাকাটা গ্রামের নুরুল হুদার ছেলে। এদিকে গ্রেপ্তার হওয়া যুবক মো. আলম পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার আব্দুস সালামের ছেলে।
সাজ্জাদের বাবা নুরুল হুদা জানান, তাঁর ছেলে সাজ্জাদ ও প্রধান আসামি মোহাম্মদ আলমের ভাই নুরুল আজিম কালু পরস্পর বন্ধু। গত ২৩ সেপ্টেম্বর বিকেলে দোকানে খেলতে গিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় তাঁর ছেলেকে মারার জন্য তাঁরা খুঁজতে থাকলে ছেলের হয়ে তিনি নিজেই ক্ষমা চান। এরপরও গত ২৪ সেপ্টেম্বর বিকেলে সাজ্জাদকে একটি চা দোকানের সামনে থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামে নিয়ে যায়। সেখানে সুপারি গাছের সঙ্গে তাঁকে রশি দিয়ে বেঁধে মারধর করে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সাজ্জাদকে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা করা হয়। গত রোববার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ঈদগাঁও মেডিকেল নামের ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে সাজ্জাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদ সাজ্জাদকে সুপারি গাছে রশি দিয়ে বেঁধে পিটিয়ে আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা ৭টার দিকে ঈদগাঁও মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে