Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৩: ৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান।

এসআই সালাউদ্দিন খান নোমান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। ট্রেনটি যাত্রাবিরতি শেষে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় ৩০-৩৫ বছরের এক নারী চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন তিনি।

এসআই বলেন, ‘নিহত ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

আশুগঞ্জে রেললাইনে কাটা পড়া অজ্ঞাত যুবকের মরদেহ
আজ শনিবার সকালে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন ট্রেনে এবং কয়টার দিকে এ ঘটনা ঘটে, তা কেউ জানাতে পারেননি। 

এসআই বলেন, ‘যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত