ফেনী প্রতিনিধি
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেনীতে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার-আতঙ্কে আছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। স্থানীয় শীর্ষ নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ যৌথভাবে জাতীয়তাবাদী নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও নির্যাতনের পর গ্রেপ্তার করছে।
দুটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপির অসংখ্য নেতা-কর্মী। মামলা দুটির এজাহারে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নামও রয়েছে। তবে শুরু থেকেই এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন তাঁরা।
জেলা বিএনপির নেতারা বলছেন, পুলিশের দায়ের করা দুই মামলায় এজাহারের নাম না থাকলেও জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। এমনকি ঘটনার সময় ফেনীতে অবস্থান করেননি এবং অসুস্থ হয়ে শয্যাশায়ী অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ’সরকার এই আন্দোলনকে ভিন্ন দিকে নিতে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করছে। গ্রামে গ্রামে পুলিশকে সঙ্গে নিয়ে যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। অনেকে অসুস্থ ও জেলার বাইরে অবস্থান করেও গ্রেপ্তার হয়েছেন। যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের কারও নাম এফআইআরে নেই। আমাদের ওপর চূড়ান্ত বর্বরতা চলছে।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ প্রশাসনের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সব হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতন বন্ধ করতে হবে। গ্রেপ্তার সব নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা বা এই ধরনের কোনো কিছু ঘটেনি। যারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তবে সেখানে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীর সংশ্লিষ্টতা নেই। ফেনীতে অতীতে এই ধরনের হিংসাত্মক রাজনীতি হয়নি, আগামীতেও হবে না।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানিয়েছেন, নাশকতার দুই মামলায় এখন পর্যন্ত ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেনীতে নাশকতার দুই মামলায় গ্রেপ্তার-আতঙ্কে আছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। স্থানীয় শীর্ষ নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশ যৌথভাবে জাতীয়তাবাদী নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও নির্যাতনের পর গ্রেপ্তার করছে।
দুটি মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় বিএনপির অসংখ্য নেতা-কর্মী। মামলা দুটির এজাহারে স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের নামও রয়েছে। তবে শুরু থেকেই এর সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছেন তাঁরা।
জেলা বিএনপির নেতারা বলছেন, পুলিশের দায়ের করা দুই মামলায় এজাহারের নাম না থাকলেও জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর শতাধিক নেতা-কর্মী এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। এমনকি ঘটনার সময় ফেনীতে অবস্থান করেননি এবং অসুস্থ হয়ে শয্যাশায়ী অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, ’সরকার এই আন্দোলনকে ভিন্ন দিকে নিতে বিএনপি নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করছে। গ্রামে গ্রামে পুলিশকে সঙ্গে নিয়ে যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। অনেকে অসুস্থ ও জেলার বাইরে অবস্থান করেও গ্রেপ্তার হয়েছেন। যাঁরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের কারও নাম এফআইআরে নেই। আমাদের ওপর চূড়ান্ত বর্বরতা চলছে।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ প্রশাসনের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই। অবিলম্বে সব হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতন বন্ধ করতে হবে। গ্রেপ্তার সব নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল বলেন, বিএনপি নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা বা এই ধরনের কোনো কিছু ঘটেনি। যারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। তবে সেখানে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মীর সংশ্লিষ্টতা নেই। ফেনীতে অতীতে এই ধরনের হিংসাত্মক রাজনীতি হয়নি, আগামীতেও হবে না।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানিয়েছেন, নাশকতার দুই মামলায় এখন পর্যন্ত ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজধানীর মগবাজারের দিলু রোড এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ সোমবার (১১ আগস্ট) শিশুর নানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগেমাদকের সংঘাতে ফের অস্থির হয়ে উঠেছে মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের আবাসস্থল জেনিভা ক্যাম্প। মাদকের ব্যবসা দখলকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীদের মধ্যে টানা পাঁচ দিন ধরে ভয়াবহ সংঘর্ষ চলছে। একের পর এক ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
৮ মিনিট আগেফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতনের পর পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন
২২ মিনিট আগেরাজধানীর গুলিস্তান কাপ্তানবাজার এলাকায় বাসচাপায় অজ্ঞাতনামা (৪০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে কাপ্তানবাজার মুরগিপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে