Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমিউনিটি নেতা খুন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪: ৫৯
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমিউনিটি নেতা খুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কমিউনিটি নেতা বা মাঝি। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত এবাদুল্লাহ (৩০) ১ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের এ/৯ ব্লকের সাব-মাঝির (কমিউনিটির নেতার সহকারী) দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, একদল দুর্বৃত্ত এবাদুল্লাহকে তুলে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা মাঝি জানান, এবাদুল্লাহর সঙ্গে একটি সন্ত্রাসী গ্রুপের বিরোধ ছিল। অপরাধ কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ক্ষিপ্ত সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনাসহ গত দুই মাসে রোহিঙ্গা ক্যাম্পে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত