Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক ঢুকে পড়ল রেস্তোরাঁয়, প্রাণ গেল কর্মচারীর 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ২০
নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক ঢুকে পড়ল রেস্তোরাঁয়, প্রাণ গেল কর্মচারীর 

কক্সবাজারের চকরিয়ায় পাথরবোঝাই ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেস্তোরাঁ ঢুকে যাওয়ায় মোহাম্মদ ওসমান গণি (১৫) নামের এক কর্মচারী নিহত হয়েছেন। এ সময় মোহাম্মদ ইসমাইল (২৫) নামের আরও এক কর্মচারী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং ইছাছড়ি গ্রামের নিউ হাইওয়ে রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউসে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ওসমান গণি হারবাং ইউনিয়নের গয়ালমারা পূর্ব কাট্টলী গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে চট্টগ্রাম শহর থেকে পাথরবোঝাই একটি দশ চাকার ডাম্প ট্রাক কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার উত্তর হারবাং এলাকায় ওই রেস্তোরাঁয় ঢুকে যায়। ট্রাকটির ধাক্কায় দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে ওসমান গণি নিহত হন। আহত হন মো. ইসমাইল। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন কান্তি চৌধুরী বলেন, ডাম্প ট্রাকটি সড়কের পাশের রেস্তোরাঁয় ঢুকে পড়লে একজন কর্মচারী নিহত হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত