Ajker Patrika

পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রাইভেটে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১০ জুন ২০২৪, ২০: ০৩
পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রাইভেটে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে প্রাইভেট পড়ানোর নামে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষক তাঁর বাসায় ওই ছাত্রীকে নেশাদ্রব্য মেশানো পানি খাইয়ে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে।

গতকাল রোববার (৯ জুন) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শের শাহ এলাকায় হাজি মজুমদার ভিলার ভাড়া বাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়নের সোনারখিল গ্রামের হামিদ আলীর ছেলে ফয়েজুল ইসলাম (৪৬)। তিনি বায়েজিদে শের শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ধর্ষণের শিকার শিক্ষার্থী একই স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রী।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা আজকের পত্রিকাকে বলেন, মেয়েটির অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে ওই ছাত্রী ফয়েজুলের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিল। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য মেশানো পানি খাওয়ানো হয়। এরপর তাকে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেন ফয়েজুল।

পরে ওই ছাত্রী বাসায় চলে আসে। ওই ছাত্রীর পোশাককর্মী মা সন্ধ্যায় বাসায় ফিরে ঘটনাটি জানতে পারেন। পরে ছাত্রীর মায়ের করা মামলায় পুলিশ রাতে ফয়েজুলকে গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী সপ্তাহে ছয় দিন ফয়েজুলের কাছে প্রাইভেট পড়ত। শনিবার প্রাইভেট বন্ধ ছিল। প্রাইভেট বন্ধ থাকা সত্ত্বেও ওই দিন সকালে ফয়েজুল অপরিচিত এক মেয়ের মাধ্যমে ওই ছাত্রীকে প্রাইভেট পড়তে ডেকে পাঠান। কথামতো ওই ছাত্রী অভিযুক্ত শিক্ষকের বাসায় গেলে তাকে এক গ্লাস পানি খাওয়ানো হয়। এরপর তার মাথা ঘুরতে থাকে ও চোখ ঝাপসা দেখে। এ সময় তাকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত