Ajker Patrika

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩: ১১
কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভামঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

কক্সবাজারে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভামঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বুধবার বেলা সাড়ে ১১টার পরপর ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্থাপিত আরেকটি মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি ও কক্সবাজারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি, উপজাতিদের সংস্কৃতির পাশাপাশি দেশের গান-নৃত্য উপস্থাপন করছেন।

এর আগে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পাঁচ বছর পর আজ এক দিনের সফরে কক্সবাজারে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে ২৯ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ১ হাজার ৩৯৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্পের কাজ শেষ হয়েছে। একই সঙ্গে ৫৭২ কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এদিকে বুধবার সকাল সাড়ে ১০টার পর পর প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্রতীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২-এর উদ্বোধন করেছেন।

ওই অনুষ্ঠান শেষে দুপুর ২টায় কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত