নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ শতাংশের বেশি। গতকাল ছিল ৩৪ শতাংশের কম। এর আগে গতকাল বৃহস্পতিবার ৭১৩ জনের করোনা শনাক্ত হয়।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭৮৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৫১০ এবং বিভিন্ন উপজেলার ২৭৩ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৪৩ ও সীতাকুণ্ডে ৪২ জন।
আগের দিন বৃহস্পতিবার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শনাক্ত হয়। এ সময় মারা যান ৯ জন। বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে নগরের ৪৯ হাজার ২৮২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ৪১৪ জন।
এ ছাড়া চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৫৪ জন। এর মধ্যে নগরের ৪৮৮ এবং বিভিন্ন উপজেলার ২৬৬ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৭ শতাংশের বেশি। গতকাল ছিল ৩৪ শতাংশের কম। এর আগে গতকাল বৃহস্পতিবার ৭১৩ জনের করোনা শনাক্ত হয়।
আজ শুক্রবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০০ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭৮৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৫১০ এবং বিভিন্ন উপজেলার ২৭৩ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৪৩ ও সীতাকুণ্ডে ৪২ জন।
আগের দিন বৃহস্পতিবার ২ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৭১৩ জনের শনাক্ত হয়। এ সময় মারা যান ৯ জন। বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৬৯৩ জনের। এর মধ্যে নগরের ৪৯ হাজার ২৮২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ৪১৪ জন।
এ ছাড়া চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৫৪ জন। এর মধ্যে নগরের ৪৮৮ এবং বিভিন্ন উপজেলার ২৬৬ জন।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
২ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
১৮ মিনিট আগে