Ajker Patrika

চট্টগ্রামে তুলার গুদামে আগুনের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১: ২৬
চট্টগ্রামে তুলার গুদামে আগুনের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের তরফ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান আজ শনিবার রাত ১০টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম স্থানীয় সরকারের উপপরিচালক বদিউল আলমকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডিআইজি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিটিএমসি প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তর প্রতিনিধি, বিটিএমইএ প্রতিনিধি। 

জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তিনি ১০ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাঁদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 
 
এর আগে শনিবার সকাল সোয়া ১০টায় গুদামের ভেতরে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ তুলায় পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে নৌবাহিনী ও বিমানবাহিনীর দুটি ফায়ার ফাইটিং টিম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত