Ajker Patrika

উপজেলা নির্বাচন: ওবায়দুল কাদেরের ভাগনের মনোনয়নপত্র প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি
উপজেলা নির্বাচন: ওবায়দুল কাদেরের ভাগনের মনোনয়নপত্র প্রত্যাহার

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের রশীদ মঞ্জু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ রোববার বিকেলে তিনিসহ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেহানা আক্তার (শিউলী হাজারী) মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল এই তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের রশীদ মঞ্জু বলেন, ‘মন্ত্রী মহোদয়ের (সেতুমন্ত্রী) নির্দেশে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।’

এর আগে গত ৫ মে জেলা রিটার্নিং কর্মকর্তা ওবায়দুল কাদেরের ভাগনে মঞ্জুসহ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এরই মধ্যে তিনি উচ্চ আদালতে আপিল করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বর্তমানে প্রার্থীদের মধ্যে মাঠে আছেন চেয়ারম্যান পদে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী। ভাইস চেয়ারম্যান পদে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন ও মধ্যপ্রাচ্যপ্রবাসী মামুন হোসেন। তা ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার ও ফাতেমা বেগম পারুল।

প্রসঙ্গত, তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল গত ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত