Ajker Patrika

রামগড়ের দুর্গম এলাকায় বিজিবির চিকিৎসাসেবা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১৯: ০২
রামগড়ের দুর্গম এলাকায় বিজিবির চিকিৎসাসেবা

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা উপজেলার দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে উপজেলার সোনাইআগা ও যৌথ খামার এলাকার ৪০২ জন দুস্থ পাহাড়ি-বাঙালিদের মধ্যে এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোনের কমান্ডার লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সব সময় জনগণের পাশে থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত