Ajker Patrika

সভার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাংকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সভার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ব্যাংকার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বোট ক্লাবে এনসিসি ব্যাংক চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভায় মারা গেলেন নগরীর খাতুনগঞ্জ শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা জসিম উদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে। তিনি নগরীর পশ্চিম বাকলিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তাহের উদ্দিনের ছেলে।

গতকাল শুক্রবার এশার নামাজের পর চট্টগ্রাম নগরীর বড় মিয়া মসজিদের আতুরার দোকান এলাকায় জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিনের ভাই গিয়াস উদ্দিন বলেন, ‘নগরীর পতেঙ্গার বোট ক্লাবে এনসিসি ব্যাংক চট্টগ্রামের কর্মকর্তাদের সভায় সকালে যোগ দেন আমার ভাই জসিম উদ্দিন। জোহরের নামাজ শেষে দুপুরের খাওয়া দাওয়া সারেন। এরপর যথারীতি বক্তব্যও দেন। বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নামার সঙ্গে সঙ্গে তিনি অসুস্থ হয়ে পড়েন। বেলা সোয়া ৩টার দিকে তিনি সভাস্থলেই প্রাণ হারান। মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসক হার্ট অ্যাটাকের কথা বলেছেন।’

জসিম উদ্দিন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত