Ajker Patrika

শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৯: ৪২
শহীদ মিনারে গণ অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের কর্মীদের ওপর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ৩২ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সদ্য গঠিত মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় বিশাল মিছিল নিয়ে ফুল দেওয়ার জন্য আসেন গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের বিপুল নেতা-কর্মী। তাঁরা মাঠের এক পাশে ও বাইরে অবস্থান করছিলেন। নেতা-কর্মীদের হাতে সরকারবিরোধী ও বিভিন্ন দাবি-সংবলিত ফেস্টুন ছিল। ফুল দিয়ে ফেরার পথে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ‘রাজাকার’, ‘রাজাকার’ বলে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান তাঁরা। পরে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ের দিকে চলে যান স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। আর গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা যান আমতলের দিকে।

ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে আমরা মিছিল শেষে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের কিছু সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিতে হামলা করে। এতে আমাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। নারী সদস্যদেরও তাঁরা লাঞ্ছিত করেছেন। সিসি ক্যামেরা দেখে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। শহীদ মিনার প্রাঙ্গণে হামলা করা সন্ত্রাসীরা এদেশের জন্য হুমকি।’

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নগর সভাপতি দেবাশীষ নাথ। তিনি বলেন, ‘আমরা ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে যাওয়ার সময় ভিপি নুরের সংগঠনের শতাধিক নেতা-কর্মী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে মাঠে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি করছিলেন। আমাদের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করেছেন।’

তবে এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) চৌধুরী রেজাউল করিম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত