কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
পায়ের ওপর বঁটি রেখে কাঠের পিঁড়িতে বসে আছেন কয়েকজন। এই মাছ কাটতেই দিন শুরু তাঁদের, মাছ কাটতেই দিন শেষ। এতেই চলে জীবন, এতেই সংসার। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে এখানে। উপজেলাবাসী ছোট-বড় যেকোনো অনুষ্ঠানের জন্য মাছ বাজার থেকে কিনে নিয়ে যায় মাছ। পরে মাছ কাটতে তাঁদের কাছে ছুটে যান।
দিনে মাছ কেটে যা আয় হয়, তা দিয়ে সংসার খরচসহ সন্তানদের পড়াশোনা করান স্বাচ্ছন্দ্যে। তাঁদের কেউ এক যুগেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন। এমনও আছেন অনেকের দাদারাও এ পেশায় ছিলেন।
বাজারে আসা বেশির ভাগ মানুষই মাছ কিনে তাঁদের কাটতে দেন। বিনিময়ে কিছু টাকা নেন তাঁরা। প্রতিদিন এভাবে মাছ কেটে প্রত্যেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করেন। যাতে প্রত্যেকের আয় দাঁড়ায় প্রায় ৪৫ হাজার টাকার মতো।
আজ বুধবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের মাছ কাটা পেশায় জড়িতের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ কাটার পেশায় জড়িত পাঁচ দোকানে ১০-১২ জন। বড় অনুষ্ঠানের জন্য কেউ মাছ কিনলে ওই মাছ চাহিদা অনুযায়ী তাঁরা কেটে টুকরো করে দেন। প্রতি কেজি মাছ কাটার জন্য নেওয়া হয় ২০ টাকা কিংবা এর কম।
মাছ কাটার কাজে জড়িত বিকাশ কান্তি বলেন, মাছ কেটে প্রতিদিন এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় হয়। দিনে মাছ কেটে যা আয় হয়, তা দিয়ে সন্তানদের পড়াশোনাসহ গোটা মাস সংসার চলে স্বাচ্ছন্দ্যে।
মাছ কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা জানান, ছোট, মাঝারি ও বড় তিন ধরনের মাছই কাটেন তাঁরা। তবে মাছভেদে কাটার মূল্য নির্ধারণ হয়ে থাকে। ছোট মাছ হলে একটু বেশিই নেন। অন্যান্য বড় ও মাঝারি মাছ প্রতি কেজি ১০ এবং দুই কেজিতে ২০ টাকা নিয়ে থাকেন। এভাবে তাঁদের দৈনিক আয় হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।
মাছ কাটতে আসা এক ক্রেতা বলেন, ‘একসময়ে তো ঘরে বড় কোনো মাছ কিনে নিয়ে গেলে সেটা ঘরের নারীরা একসঙ্গে বসে কেটে রান্না করতেন। কিন্তু সময় এখন পরিবর্তন হয়েছে। এখন মানুষ আগের থেকে অনেক শৌখিন। বাড়িতে নিয়ে মাছ কাটতে চায় না। তাই মাছ কাটার সঙ্গে জড়িতদের চাহিদা বেড়েছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বাজারে আধুনিক টিনশেডের মধ্যে মাছ কাটা পেশায় জড়িতদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাঁরা মাছ কেটে জীবিকা নির্বাহ করেন, তাঁদের যদি কোনো সমস্যা হয় জানানোর জন্যও বলা হয়েছে।
পায়ের ওপর বঁটি রেখে কাঠের পিঁড়িতে বসে আছেন কয়েকজন। এই মাছ কাটতেই দিন শুরু তাঁদের, মাছ কাটতেই দিন শেষ। এতেই চলে জীবন, এতেই সংসার। দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির মাছ আসে এখানে। উপজেলাবাসী ছোট-বড় যেকোনো অনুষ্ঠানের জন্য মাছ বাজার থেকে কিনে নিয়ে যায় মাছ। পরে মাছ কাটতে তাঁদের কাছে ছুটে যান।
দিনে মাছ কেটে যা আয় হয়, তা দিয়ে সংসার খরচসহ সন্তানদের পড়াশোনা করান স্বাচ্ছন্দ্যে। তাঁদের কেউ এক যুগেরও বেশি সময় ধরে এ পেশায় আছেন। এমনও আছেন অনেকের দাদারাও এ পেশায় ছিলেন।
বাজারে আসা বেশির ভাগ মানুষই মাছ কিনে তাঁদের কাটতে দেন। বিনিময়ে কিছু টাকা নেন তাঁরা। প্রতিদিন এভাবে মাছ কেটে প্রত্যেকে এক হাজার থেকে দেড় হাজার টাকা আয় করেন। যাতে প্রত্যেকের আয় দাঁড়ায় প্রায় ৪৫ হাজার টাকার মতো।
আজ বুধবার দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের মাছ কাটা পেশায় জড়িতের সঙ্গে কথা বলে জানা গেছে, মাছ কাটার পেশায় জড়িত পাঁচ দোকানে ১০-১২ জন। বড় অনুষ্ঠানের জন্য কেউ মাছ কিনলে ওই মাছ চাহিদা অনুযায়ী তাঁরা কেটে টুকরো করে দেন। প্রতি কেজি মাছ কাটার জন্য নেওয়া হয় ২০ টাকা কিংবা এর কম।
মাছ কাটার কাজে জড়িত বিকাশ কান্তি বলেন, মাছ কেটে প্রতিদিন এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আয় হয়। দিনে মাছ কেটে যা আয় হয়, তা দিয়ে সন্তানদের পড়াশোনাসহ গোটা মাস সংসার চলে স্বাচ্ছন্দ্যে।
মাছ কাটার কাজে নিয়োজিত ব্যক্তিরা জানান, ছোট, মাঝারি ও বড় তিন ধরনের মাছই কাটেন তাঁরা। তবে মাছভেদে কাটার মূল্য নির্ধারণ হয়ে থাকে। ছোট মাছ হলে একটু বেশিই নেন। অন্যান্য বড় ও মাঝারি মাছ প্রতি কেজি ১০ এবং দুই কেজিতে ২০ টাকা নিয়ে থাকেন। এভাবে তাঁদের দৈনিক আয় হয় এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত।
মাছ কাটতে আসা এক ক্রেতা বলেন, ‘একসময়ে তো ঘরে বড় কোনো মাছ কিনে নিয়ে গেলে সেটা ঘরের নারীরা একসঙ্গে বসে কেটে রান্না করতেন। কিন্তু সময় এখন পরিবর্তন হয়েছে। এখন মানুষ আগের থেকে অনেক শৌখিন। বাড়িতে নিয়ে মাছ কাটতে চায় না। তাই মাছ কাটার সঙ্গে জড়িতদের চাহিদা বেড়েছে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, বাজারে আধুনিক টিনশেডের মধ্যে মাছ কাটা পেশায় জড়িতদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাঁরা মাছ কেটে জীবিকা নির্বাহ করেন, তাঁদের যদি কোনো সমস্যা হয় জানানোর জন্যও বলা হয়েছে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে