Ajker Patrika

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার সংকট, বাড়ছে রোগীর চাপ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১১: ৩৮
রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার সংকট, বাড়ছে রোগীর চাপ 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই বাড়ছে রোগীর চাপ। ৩১ শয্যার হাসপাতালটিতে চলতি সপ্তাহে শুধু ডায়রিয়া ও ঠান্ডাজনিত কারণে ২১০ জন রোগী ভর্তি হয়েছে। এতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 

গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ জন রাগী, আউটডোরে ৩২৮ জন। এর মধ্যে ৭৪ শিশু, মহিলা রোগী ১৫০ জন এবং পুরুষ রোগী ১০৪ জন। গত সপ্তাহ ধরে হঠাৎ করে ডায়রিয়ার পাশাপাশি শিশুদের সর্দি, কাশি, নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে বয়স্ক ও শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনের তুলনায় শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে হাসপাতালের মেঝে ও বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীসহ তাদের সঙ্গে থাকা স্বজনদের ভোগান্তি পোহাতে দেখা গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিশুদ্ধ পানির সংকটসহ অনিরাপদ পানি পানের কারণে গত মাসের শেষ দিকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামনাশিস মজুমদার জানান, উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র প্রতিষ্ঠান রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রাণকেন্দ্র চর আলেকজান্ডারে অবস্থিত ৩১ শয্যার হাসপাতালটি চলছে ২০ শয্যা হাসপাতালের অবকাঠামোর মধ্যে। জনবলের সংকটের মধ্য দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। ৩১ শয্যা হাসপাতালকে ৫০ শয্যায় রূপান্তর করা এখন সময়ের দাবি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত