লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি বিএনপির কর্মী জসিম উদ্দিন ব্যাপারী। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ৬ নম্বর ওয়ার্ডের হজল করিম ব্যাপারীর ছেলে তিনি।
জসিম আজ সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে। সাত দিন আগের এই ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। গুরুতর অবস্থায় কয়েকজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন ব্যাপারী।
গত সোমবার (৭ এপ্রিল) রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই দিন সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী নিহত হন। এতে অন্তত ১৫ জন আহত হয়। ১৫টি বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার তিন দিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে ১৮৬ জনকে আসামি করে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে সাইজ উদ্দিন হত্যার মামলার এক আসামি জলিল লস্করকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি নিজাম জানান, আজ ভোরের দিকে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৪ ঘণ্টা আগে