টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ছেড়াদ্বীপ সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন আড়াই নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনুমানিক দুপুর ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ট্রলার থেকে পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
এম নাঈম উল হক আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলাসহ ২টি ম্যাগজিন, ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও একটি ট্রলার জব্দ করে।
জব্দ করা অস্ত্র, গোলা ও ম্যাগজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
কক্সবাজারের ছেড়াদ্বীপ সংলগ্ন বাংলাদেশের সমুদ্রসীমায় মাদক পাচারকারীদের সঙ্গে কোস্ট গার্ডের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একটি ট্রলার থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন আড়াই নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্বে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনুমানিক দুপুর ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি করে। একপর্যায়ে ট্রলার থেকে পাচারকারীরা সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।
এম নাঈম উল হক আরও জানান, পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ট্রলারটি তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গোলাসহ ২টি ম্যাগজিন, ১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান ও একটি ট্রলার জব্দ করে।
জব্দ করা অস্ত্র, গোলা ও ম্যাগজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে