Ajker Patrika

চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার  

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার  

চাঁদপুরের ফরিদগঞ্জে নাদিয়া সুলতানা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা এমরান হোসেনের স্ত্রী। 

জানা যায়, আট বছর আগে একই গ্রামের এমরান হোসেনের সঙ্গে বিয়ে হয় নাদিয়া সুলতানার। তাদের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। এমরান জীবিকার জন্য ঢাকায় থাকায় স্বামীর পরিবারের সদস্যদের দ্বারা নাদিয়া বিভিন্ন সময় মানসিক নির্যাতন শিকার হতেন। সম্প্রতি তাকে স্বামীর পরিবারের লোকজন স্বর্ণ চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে সে বাবার বাড়িতে আশ্রয় নেয়। 

নাদিয়ার বাবা ইউসুফ হোসেন রনি বলেন, ‘আমার মেয়েকে বিভিন্ন সময়ে মানসিক নির্যাতন করত তার স্বামীর পরিবার। নাতিনের ভবিষ্যতের কথা ভেবে সব সহ্য করতে বলেছিলাম। ২০ দিন আগে মেয়েকে স্বর্ণ চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার আদরের মেয়ে নির্যাতন ও মিথ্যা অপমান সইতে না পেরে শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমি মনে করি, আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমি থানায় অভিযোগ করব।’ 

এ বিষয়ে জানতে নাদিয়ার স্বামী এমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, ‘নাদিয়া সুলতানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত