কুমিল্লা প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের করা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন এবং জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শীবেন বিশ্বাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুমিল্লা কোতোয়ালি থানা-পুলিশ আদালতে রায়হান সিদ্দিকী আম্মানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে প্রক্টর দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তা ছাড়া আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাঁদের দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। প্রথমে তাঁদের কোর্ট পুলিশ পরিদর্শক মজিবুর রহমানের কক্ষে রাখা হয়। বেলা সোয়া ১১টার দিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেয় পুলিশ।
এর আগে গতকাল রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁদের দুজনকে কুমিল্লা জেলা পুলিশে হস্তান্তর করে।
গত শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দেন ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার ময়নাতদন্তের পর জানাজা শেষে বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে। ২০২৩ সালের ১২ এপ্রিল তাঁর বাবা মৃত্যুবরণ করেন। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। অবন্তিকার আত্মহত্যার পর শুক্রবার রাতে তাঁর মা বাদী হয়ে আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এই সম্পর্কিত আরও পড়ুন:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তাঁর মায়ের করা মামলায় সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুই দিন এবং জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শীবেন বিশ্বাস আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুমিল্লা কোতোয়ালি থানা-পুলিশ আদালতে রায়হান সিদ্দিকী আম্মানের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দিকে প্রক্টর দ্বীন ইসলামের দুই দিন রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তা ছাড়া আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে তাঁদের দুজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। প্রথমে তাঁদের কোর্ট পুলিশ পরিদর্শক মজিবুর রহমানের কক্ষে রাখা হয়। বেলা সোয়া ১১টার দিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২-এ তোলা হয়। রিমান্ড মঞ্জুরের পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের হেফাজতে নেয় পুলিশ।
এর আগে গতকাল রোববার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাঁদের দুজনকে কুমিল্লা জেলা পুলিশে হস্তান্তর করে।
গত শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দেন ফাইরুজ অবন্তিকা। স্বজনেরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন শনিবার ময়নাতদন্তের পর জানাজা শেষে বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হয়।
অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে। ২০২৩ সালের ১২ এপ্রিল তাঁর বাবা মৃত্যুবরণ করেন। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন। অবন্তিকার আত্মহত্যার পর শুক্রবার রাতে তাঁর মা বাদী হয়ে আম্মান সিদ্দিকী ও সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। শুক্রবার সন্ধ্যায় দুজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এই সম্পর্কিত আরও পড়ুন:
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে