Ajker Patrika

অজুখানার পাশে পড়ে ছিল মুক্তিযোদ্ধা সন্তানের মরদেহ 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৫: ১১
অজুখানার পাশে পড়ে ছিল মুক্তিযোদ্ধা সন্তানের মরদেহ 

খাগড়াছড়ির রামগড়ে নুরুল আলম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রামগড় থানার পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।  

নুরুল আলম রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড় ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অজুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তাঁর স্বজনদের খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি ঐ মসজিদের পাশের পরিত্যক্ত একটি কক্ষে থাকতেন, মাঝে-মধ্যে বাড়িতে যেতেন। 

নিহতের স্ত্রী রাবেয়া জানান, তাঁর স্বামী পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে অস্থায়ীভাবে চাকরি করতেন। অসুস্থ হলে বাগান কর্তৃপক্ষ তাঁকে চাকরি থেকে বের করে দেয়। স্বামীর চাকরি চলে যাওয়ায় দুই সন্তান নিয়ে তিনি মানবেতর জীবন যাপন করেন। বাগানে কর্মরত অনেকের হাতে-পায়ে ধরলেও চিকিৎসার জন্য কোনো সহায়তা করেনি বাগান কর্তৃপক্ষ। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত