Ajker Patrika

হাতিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৮
হাতিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ বলছে, নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

তবে স্থানীয়দের দাবি, তাড়া খেয়ে খালে পড়ে মারা গেছেন তিনি। 

আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ খবির উদ্দিন (৫৪)। তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে। 

স্থানীয়দের বলছে, আজ ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামের কুদ্দুস মাঝির ছেলে বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে ঢোকার সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে তাঁকে ধরার জন্য ধাওয়া করে। একপর্যায়ে তিনি নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে ওই বাড়ির পাশের খালে পড়ে মারা যান। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত