Ajker Patrika

কর্ণফুলীতে নামীদামি ব্যান্ডের মোড়কে নকল পণ্য, ২ লাখ টাকা জরিমানা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে নামীদামি ব্যান্ডের মোড়কে নকল পণ্য, ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলীতে নামীদামি ব্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার চরপাথরঘাটা ফেশওয়ে ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী। 

জানা গেছে, উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নকল কারখানায় তৈরি হচ্ছে এসব পণ্য। লাইসেন্সবিহীন কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় নকল বিস্কুট ও কেকসহ বিভিন্ন পণ্য। কারখানাটিতে বাহারি রকমের নামীদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে শ্রমিকদের দিয়ে তৈরি হচ্ছে এসব লোভনীয় খাদ্য পণ্য, যা পুরোটাই নকল। 

চরপাথরঘাটা এলাকায় ঘিঞ্জি ঘরে বানানো এসব খাদ্য ট্রাকে করে নিয়ে আসা হয় চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন স্থানে। এ ধরনের খাদ্য খেয়ে শিশু ও বৃদ্ধদের অনেক বড় ক্ষতিও হতে পারে এমন অভিমত স্বাস্থ্য বিশেষজ্ঞদের। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমোদনহীন এ কারখানা বিভিন্ন নামীদামি কোম্পানির লেবেল ব্যবহার করে বিস্কুট ও কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন এবং বাজারজাতও করছে ফেশওয়ে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি কোম্পানি। আজ অভিযান চালিয়ে এ কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ পরবর্তীতে কারখানা বন্ধ করে সিলগালা করা হবে বলে জানান তিনি। 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই কর্মকর্তা সজিব চৌধুরী, নুরে আলম ফিরোজ, কর্ণফুলী থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত