বান্দরবান প্রতিনিধি
প্রাণনাশের হুমকির অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর।
আজ সোমবার বান্দরবান শহরের হোটেল প্লাজার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।’
কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা সময় হলে বলে দেব। পরিস্থিতি এখন এমন যে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াব, তখন সব বলব। এখন আপনারা খুঁজে বের করেন বাস্তবতা কী। তবে আমাকে এবং আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে—এ জন্য অনেকে কাজ করতে মাঠে নামতে ভয় পাচ্ছে।’
জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু না জানালেও নিজ দলের নেতা-কর্মীদের ইঙ্গিত করেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা। দলের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানান তাঁরা।
এ ছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম অধ্যুষিত কয়েকটি পাড়ার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
প্রাণনাশের হুমকির অভিযোগে বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলটিমেটাম দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর।
আজ সোমবার বান্দরবান শহরের হোটেল প্লাজার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর বলেন, ‘নির্বাচনে আমাকে প্রাণনাশের দৃশ্যমান ও অদৃশ্যমান হুমকি দেওয়া হচ্ছে। আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ছয়টি ইউনিয়নে আমি কাজ করতে পারছি না।’
কারা হুমকি দিয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সেটা সময় হলে বলে দেব। পরিস্থিতি এখন এমন যে হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াব, তখন সব বলব। এখন আপনারা খুঁজে বের করেন বাস্তবতা কী। তবে আমাকে এবং আমার সমর্থনে যারা কাজ করছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে—এ জন্য অনেকে কাজ করতে মাঠে নামতে ভয় পাচ্ছে।’
জানা যায়, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে স্পষ্ট করে কিছু না জানালেও নিজ দলের নেতা-কর্মীদের ইঙ্গিত করেছেন বলে জানান তাঁর ঘনিষ্ঠ কয়েকজন নেতা। দলের নেতা-কর্মীদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন বলে জানান তাঁরা।
এ ছাড়া পাহাড়ে চলমান কেএনএফ সমস্যার কারণে বম অধ্যুষিত কয়েকটি পাড়ার মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তারা ভোটকেন্দ্রে আসবে কি না, সেটি নিয়েও সংশয় প্রকাশ করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪৩ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে