Ajker Patrika

লক্ষ্মীপুরে দিনের বেলায় পানাহার করায় কান ধরে ওঠবস, দোকান বন্ধের হুঁশিয়ারি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর বাজারে রমজানে দিনের বেলায় খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েক ব্যক্তিকে কান ধরে ওঠবস করান বণিক সমিতির নেতারা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর বাজারে রমজানে দিনের বেলায় খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েক ব্যক্তিকে কান ধরে ওঠবস করান বণিক সমিতির নেতারা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর বাজারে রমজানে দিনের বেলা খাবার হোটেলে গিয়ে পানাহার করায় কয়েক ব্যক্তিকে কান ধরে ওঠবস করিয়েছে স্থানীয় বণিক সমিতি। সেই সঙ্গে দিনের বেলায় মুসলিম কেউ দোকানে আহার করলে সেই দোকান পুরো রমজান মাস বন্ধ করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। এতে কয়েকটি হিন্দু দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। এতে তাদের শাস্তি হিসেবে কানে ধরে ওঠবস করানো হয়।

বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, ‘অনেক হিন্দু দোকানে পর্দা দিয়ে রোজা না রেখে কিছু মুসলমান পানাহার করে। মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে হিন্দু দোকানগুলোতে যেন মুসলমান কেউ আহার করতে না পারে আমরা সতর্কতার জন্য এ অভিযান পরিচালনা করেছি। তবে হিন্দুদের জন্য কোনো বাধা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত