Ajker Patrika

বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা, আহত ২

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর আবারও পণ্যবাহী ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন দুইজন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে টানেলের ডেকোরেশন বোর্ড। 

আজ সোমবার রাতে পণ্যবাহী ট্রাকটি চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার পথে টানেলের ভেতর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে টানেলে ধাক্কা লাগে। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে ট্রাকের সামনে অংশও ভেঙে যায়। এ সময় ট্রাকটির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল-ট্রাফিক) তানভীর রিফা আজকের পত্রিকাকে বলেন, ‘পণ্যবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ধাক্কা দেয়। এতে টানেলের ডেকোরেশন বোর্ড ভেঙে যায়। তাৎক্ষণিক টানেলের নিরাপত্তাকর্মীরা ট্রাকটি জব্দ করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

এরআগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে টানেলের ভেতরে একে একে চারটি গাড়ির সংঘর্ষ হয়।

আরো পড়ুন :

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত