নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ কর্মী জানে আলম (৮০)। এরপর দীর্ঘদিন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তাঁর পায়ে দুটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি অপারেশন করাতে হবে। এমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার মধ্যে চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই প্রবীণ কর্মীর পরিবার। তাঁর এই অবস্থার কথা শুনে পাশে দাঁড়ায় ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সব টাকা দিয়ে তাঁকে সহায়তা করেছে নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন বেলুন উড়িয়ে কেক কেটে সহযোদ্ধা ও কর্মীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছে আমারও ছিল। আমরা সবাই মিলে এভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। এর মাঝেই শুনতে পাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীণ আওয়ামী লীগ কর্মী জানে আলম। যিনি গত ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাই আনন্দ উদ্যাপনের সব টাকা ওনাকে দিয়ে এসেছি। যাতে ওনার চিকিৎসা ব্যয়ে সহযোগিতা হয়।’
বিষয়টিকে ইতিবাচক ও ছাত্রলীগের নিয়মিত ভালো কাজের অংশ মন্তব্য করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘মানবকল্যাণে, জাতির দুর্যোগে শক্ত হাতে আপসহীন ভাবনায় এগিয়ে যাওয়ার নামই ছাত্রলীগ। রবিনের এমন কর্মকাণ্ড তারই ইঙ্গিত দেয়।’
গত ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ কর্মী জানে আলম (৮০)। এরপর দীর্ঘদিন থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডের ৬২ নম্বর বেডে শুয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি।
তাঁর পায়ে দুটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি অপারেশন করাতে হবে। এমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছলতার মধ্যে চিকিৎসা ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নগরের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই প্রবীণ কর্মীর পরিবার। তাঁর এই অবস্থার কথা শুনে পাশে দাঁড়ায় ছাত্রলীগ। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের সব টাকা দিয়ে তাঁকে সহায়তা করেছে নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন রবিন বলেন, ‘ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রঙিন বেলুন উড়িয়ে কেক কেটে সহযোদ্ধা ও কর্মীদের সঙ্গে আনন্দ করার ইচ্ছে আমারও ছিল। আমরা সবাই মিলে এভাবে প্রস্তুতি নিয়ে এগোচ্ছিলাম। এর মাঝেই শুনতে পাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন প্রবীণ আওয়ামী লীগ কর্মী জানে আলম। যিনি গত ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড ময়দানে প্রধানমন্ত্রীর জনসভায় নেত্রীকে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। তাই আনন্দ উদ্যাপনের সব টাকা ওনাকে দিয়ে এসেছি। যাতে ওনার চিকিৎসা ব্যয়ে সহযোগিতা হয়।’
বিষয়টিকে ইতিবাচক ও ছাত্রলীগের নিয়মিত ভালো কাজের অংশ মন্তব্য করে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, ‘মানবকল্যাণে, জাতির দুর্যোগে শক্ত হাতে আপসহীন ভাবনায় এগিয়ে যাওয়ার নামই ছাত্রলীগ। রবিনের এমন কর্মকাণ্ড তারই ইঙ্গিত দেয়।’
মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করা একটি লঞ্চের ডেকের ওপর দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় সদর থানার নেওয়া হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান।
৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেলপলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্ত
৮ মিনিট আগেপানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহার এসে শেষ হয়।
১৩ মিনিট আগেমুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন রংপুরের নার্সিং শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফাই এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।
২৬ মিনিট আগে