Ajker Patrika

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে: কবি আবুল মোমেন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ০৩
স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে: কবি আবুল মোমেন

স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ দেশ ত্যাগ করছে। এই দেশে ত্যাগের সংখ্যা কখনো কমে, আবার কখনো বেড়ে। কিন্তু দেশ ত্যাগের ঘটনা কখনো বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমন।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলীর ফকিনীর হাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

প্রাবন্ধিক আবুল মোমন বলেন, ‘স্বাধীনতার যুদ্ধে আমরা কে? কোন ধর্ম, তা-ও যাচাই করিনি। দেশের জন্য ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছি। কিন্তু ’৭৫ পরবর্তী সময়ে দেশে সাম্প্রদায়িক শক্তি জেগে ওঠে। আমরা সবার জন্য রাষ্ট্রধর্ম নিশ্চিত করতে পারিনি। যেখানে ধর্মীয় উৎসবে এখনো হামলা হয়, মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে— সেখানে কীভাবে আমরা মনে করব দেশ ধর্মনিরপেক্ষ।’ 

বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, ‘ভূমিমন্ত্রীর নির্দেশনায় কর্ণফুলীতে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছি। মসজিদ-মন্দির ও উপাসনালয়ে সমানভাবে উন্নয়নকাজ করছি। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক দেশ গঠনের স্বপ্ন আজ তাঁরই কন্যা শেখ হাসিনার হাতে বাস্তবায়ন হচ্ছে। আগামী নির্বাচনে আপনারা মূল্যায়ন করবেন ভোটের মাধ্যমে।’ 

সংগঠনের উপজেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দে, সভাপতি তাপস হোড়, সহসভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, রাজীব দাশ, সমন্বয়ক প্রকৌশলী রাম চন্দ্র দাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত