ফেনী প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের রামপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নয় দফা দাবিতে বিকেলে শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে, তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বাধা ও হামলা করে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক।’
ফাহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে অনেক শিক্ষার্থী প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের হত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপস নেই।’
বিক্ষোভ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মহাসড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের রামপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নয় দফা দাবিতে বিকেলে শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে, তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বাধা ও হামলা করে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক।’
ফাহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে অনেক শিক্ষার্থী প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের হত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপস নেই।’
বিক্ষোভ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মহাসড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
চিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
১ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৭ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
৯ মিনিট আগেকক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবা পিসগুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত
১৫ মিনিট আগে