ফেনী প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের রামপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নয় দফা দাবিতে বিকেলে শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে, তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বাধা ও হামলা করে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক।’
ফাহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে অনেক শিক্ষার্থী প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের হত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপস নেই।’
বিক্ষোভ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মহাসড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের রামপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নয় দফা দাবিতে বিকেলে শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে, তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বাধা ও হামলা করে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক।’
ফাহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে অনেক শিক্ষার্থী প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের হত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপস নেই।’
বিক্ষোভ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মহাসড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে