Ajker Patrika

সাজেকে ঝরনায় আটকে পড়া পর্যটককে উদ্ধার করল পুলিশ

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৪: ০৪
সাজেকে ঝরনায় আটকে পড়া পর্যটককে উদ্ধার করল পুলিশ

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন খ্যাত নগরী সাজেকে ঝরনা দেখতে এসে অসুস্থ হয়ে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে বেড়াতে আসা সাতজনের একটি পর্যটক দল গতকাল সকালে সাজেক ভ্যালীর সিকাম তৈসা ঝরনার সৌন্দর্য উপভোগ করতে আসেন। তাঁরা সাজেকের পাহাড় থেকে ২ হাজার ২০০ ফুট নিচে চলে যান। এরপর পর্যটক দলের সদস্য মো. শারজিল আহমেদ খান (৩৩) হঠাৎ ঝরনার নিচে অসুস্থ হয়ে আটকা পড়েন। আটকে পড়া সদস্যকে উদ্ধার করতে তাঁর বাকি সঙ্গীরা ব্যর্থ হন।

সাজেকে ঝরনা দেখতে এসে আটকে পড়া পর্যটককে উদ্ধার করেছে পুলিশএরপর ওই দলের এক সদস্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। পরে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নির্দেশে একদল পুলিশ সদস্য আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের প্যারাগন রিসোর্টে নিয়ে আসেন।

এ বিষয়ে সাজেক ভ্যালীর পুলিশ ক্যাম্পের আইসি উপপরিদর্শক (এসআই) মো. মুশফিক বলেন, ‘পর্যটক যেখানে আটকা পড়েছিলেন, সেখানে কোনো মানুষের বসবাস নেই। এসপি স্যারের নির্দেশে আমরা সাজেক ভ্যালী পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যাই। পরে আটকে পড়া পর্যটককে উদ্ধার করে সাজেকের কটেজে নিয়ে আসি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত