Ajker Patrika

চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবিতে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস তরকারি বিক্রেতার খাঁচা থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের পাশে পাহাড় থেকে নিয়ে আসা এক তরকারি বিক্রেতার খাঁচা থেকে এই মাংস উদ্ধার করা হয়। তবে তরকারি বিক্রেতা কৌশলে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, চাকসুর পাশে এক ব্যক্তি তরকারির খাঁচা নিয়ে সন্দেহজনক চলাফেরা করছিল। ছাত্ররা তাঁর খাঁচা তল্লাশি করলে ভেতরে তরকারির নিচে ছোট ছোট প্যাকেট করা আনুমানিক ১৫ কেজি ওজনের হরিণের মাংস পায়। পরে খবর পেয়ে মাংসগুলো প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। 

সহকারী প্রক্টর আরও বলেন, আমরা ধারণা করছি চাকসুর পেছনের পাহাড় থেকে হরিণ মেরে এই মাংস আনা হয়েছে। এর আগেও পাহাড় থেকে হরিণ, বড় শূকর, বনমোরগসহ বিভিন্ন প্রাণী শিকারের ঘটনা ঘটেছে। আমরা পুলিশকে খবর দিয়েছি। বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বলা হয় বন্যপ্রাণীর স্বর্গরাজ্য। চারদিকে পাহাড়ে ঘেরা ২১০০ একরের এই ক্যাম্পাসের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছপালা ও ঝোপঝাড়। এসব ঝোপঝাড়ে রয়েছে বানর, বন্য শূকর, শজারু, বনরুই, মায়া হরিণ, বিভিন্ন প্রজাতির সাপ, পাখিসহ তিন শতাধিক প্রাণীর অবাধ বিচরণ। তবে শিকারিদের কারণে এদের অস্তিত্ব অনেকটা হুমকির মুখে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত