ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।
বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।
বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৯ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১৬ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৪০ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৪৪ মিনিট আগে