ফেনী (দাগনভূঞা) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।
বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য সরকারদলীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন ভুক্তভোগী ও উপজেলা বিএনপির সহসভাপতি শাহীন আক্তার।
বিএনপি নেতা আকবর হোসেন সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও একই দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ভাই।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল সন্ত্রাসী বাড়ির ভেতরে ৩-৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির ভেতরে ঢুকে ঘরের সামনে থাকা আকবর হোসেনের ব্যক্তিগত প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ১২-৯৬৪৮) আগুন ধরিয়ে দেয় এবং স্টাফ থাকার ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাড়ির বাসিন্দা ঝর্ণা বেগম আজকের পত্রিকাকে বলেন, রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন লোক এসে প্রথমে ককটেল নিক্ষেপ করে। পরে আকবর সাহেবের প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে বাড়ির লোকজন আতঙ্কে আছেন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি যারা ঘটিয়েছে আমরা তাদের সমর্থন করি না। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের কেউ এ ঘটনা ঘটানোর প্রশ্নই ওঠে না।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে