প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
তিতাসে লঞ্চের ছাদে ডিজে নাচ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬ কিশোর আহত হয়েছে এবং নদীতে পড়ে গিয়ে দশ বছর বয়সের শামীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দড়িকান্দি ব্রিজের পশ্চিম পাশে তিতাস নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনাটি ঘটেছে।
নিহত শামীম শিবপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এলাকাবাসী জানান, ২০-৩০ জন কিশোর মিলে লঞ্চ ভাড়া এনে পিকনিকে যায়, তারা সবাই উপজেলার শিবপুর গ্রামের।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি জব্দ করেছে। পরে ফায়ার সার্ভিসের লোকেরা নিখোঁজ শিশুটিকে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠেছে।
সুধীন চন্দ্র দাস আরও বলেন, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে দাবি উঠে তিতাসে এ ধরনের নাচ গান বন্ধের। তাই আমি দুই দিন আগে তিতাস থানার ফেসবুক আইডি থেকে সচেতনতামূলক পোস্টও দিয়েছি যাতে কেউ নদীতে এ ধরনের নাচ গান না করে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইউসুফ বলেন রাত আনুমানিক ১০টায় বিদ্যুতায়িত হয়ে ৬ জন কিশোর হাসপাতালে আসে। এদের মধ্যে শেখ ফরিদ মিয়ার ছেলে তানজিদ (২৩), শাহাব উদ্দিনের ছেলে মো. সুজন (১৮) ও আবদুর বারেক মিয়ার ছেলে শাহপরান (২০) এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি তিনজন হেলাল মিয়ার ছেলে সিয়াম (১৭), আবুল কালামের ছেলে রাহিম (১৭) ও আবু তাহেরের ছেলে তামিম (১৪) এদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিতাসে লঞ্চের ছাদে ডিজে নাচ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৬ কিশোর আহত হয়েছে এবং নদীতে পড়ে গিয়ে দশ বছর বয়সের শামীম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে তিতাস নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দড়িকান্দি ব্রিজের পশ্চিম পাশে তিতাস নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে এই ঘটনাটি ঘটেছে।
নিহত শামীম শিবপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
এলাকাবাসী জানান, ২০-৩০ জন কিশোর মিলে লঞ্চ ভাড়া এনে পিকনিকে যায়, তারা সবাই উপজেলার শিবপুর গ্রামের।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লঞ্চটি জব্দ করেছে। পরে ফায়ার সার্ভিসের লোকেরা নিখোঁজ শিশুটিকে উদ্ধার অভিযান চালিয়েছে। কিন্তু রাতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকালে শিশুটির মরদেহ নদীতে ভেসে উঠেছে।
সুধীন চন্দ্র দাস আরও বলেন, বেশ কয়েক দিন ধরে ফেসবুকে দাবি উঠে তিতাসে এ ধরনের নাচ গান বন্ধের। তাই আমি দুই দিন আগে তিতাস থানার ফেসবুক আইডি থেকে সচেতনতামূলক পোস্টও দিয়েছি যাতে কেউ নদীতে এ ধরনের নাচ গান না করে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইউসুফ বলেন রাত আনুমানিক ১০টায় বিদ্যুতায়িত হয়ে ৬ জন কিশোর হাসপাতালে আসে। এদের মধ্যে শেখ ফরিদ মিয়ার ছেলে তানজিদ (২৩), শাহাব উদ্দিনের ছেলে মো. সুজন (১৮) ও আবদুর বারেক মিয়ার ছেলে শাহপরান (২০) এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকি তিনজন হেলাল মিয়ার ছেলে সিয়াম (১৭), আবুল কালামের ছেলে রাহিম (১৭) ও আবু তাহেরের ছেলে তামিম (১৪) এদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে