Ajker Patrika

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়া যুবককে পিষে দিল কাভার্ড ভ্যান

 কুমিল্লা প্রতিনিধি 
কুমিল্লা নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত যুবকের লাশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আশপাশের লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা নগরীতে কাভার্ড ভ্যানের চাপায় নিহত যুবকের লাশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আশপাশের লোকজনের ভিড়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা নগরীতে বড় ভাইয়ের মোটরবাইক থেকে ছিটকে পড়া এক যুবক কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর টমছম ব্রিজ রামমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মু. রকিবুল ইসলাম।

নিহত যুবকের নাম ইমন সরকার (২২)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। তিনি কুমিল্লার কোটবাড়িতে বড় ভাই সুমন সরকারের ভাড়া বাসায় থাকতেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও সুমন রামমালা হলি ফ্যামিলি হাসপাতাল থেকে বের হয়ে বাইকে করে টমছম ব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে রামমালা পানির ট্যাংক মোড়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন ইমন। এ সময় পেছন থেকে আসা কাভার্ড ভ্যানের চাপায় তিনি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত সুমন হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী শাহাদাৎ হোসেন বলেন ‘রাস্তার এই অংশে আশপাশের দোকানদারেরা প্রতিদিন রাস্তার ওপর ফলের ক্যারেট রেখে দেয় এবং অটো-মিশুকের চালকেরা রাস্তার অর্ধেক দখল করে রাখে। এতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। আজকে সেই অটো-মিশুকের জন্যই এত বড় দুর্ঘটনা।’

আরেক প্রত্যক্ষদর্শী ওহাব মিয়া বলেন, ‘দোকানদারদের বলেও আমরা তাঁদের রাস্তার ওপর থেকে সরাতে পারি না। আজকের এই দুর্ঘটনার জন্য এখানকার অবৈধ দোকানদারেরা দায়ী।’

কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত