দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলার তিনটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একত্রিত বাঁশ ও লাঠি দিয়ে ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
গুরুতর আহতরা হলো, এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইমরান (৭), রেহানা বেগম (৩৮), ফজিলাতুন্নেছা (৩০), সিমা আক্তার (২৮), খাদিজা বেগম (৪০), মোহনপুর ইউনিয়নের তানভীর (১০), ছোটনা গ্রামের সালমা (২০), কুরুইন গ্রামের ফাহিম হাসান (৯), রিশাদ (১২), জাকিয়া (৬), নার্গিস (৫০)।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তাঁর পরিচয় জানতে পারেনি চিকিৎসকেরা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি বেওয়ারিশ পাগলা কুকুর মোহাম্মদপুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করতে থাকে। এর আগের দিন কুরুইন গ্রামেও কুকুরটি একাধিক বাড়িতে ঢুকে অনেককে কামড়িয়েছে। এরপর পার্শ্ববর্তী ছোটনা গ্রামে গিয়ে কামড়িয়ে মানুষকে আহত করেছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত ৫ জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরও ৭ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিশু ইমরানের বাবা মো. মনিরুল ইসলাম বলেন, আমার ছেলে মুখে কামড় দিয়ে গালের মাংস তুলে ফেলেছে। পাগলা কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। ভয়ে-আতঙ্কে মানুষ ঘরের দরজা বন্ধ করে রাখেন।
আহত সিমা আক্তার বলেন, কুকুরটি সামনে এসে লাফ দিয়ে আমার নাকে কামড় দিয়েছে। এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ সাহস করে সামনে আসেনি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আলম জানান, পাগলা কুকুরটি আহতদের নাকে, মুখে ও গালে কামড়িয়েছে। হাসপাতালে কুকুরে কামড়ানোর ওষুধ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই, আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি অনেক মানুষকে কামড়িয়েছে। আহতদের দেবিদ্বার ও চান্দিনা প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে। কুকুরটি স্থানীয়রা সবাই পিটিয়ে মেরে ফেলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবির বলেন, গুরুতর আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। কুকুরটি মানুষের মুখে নাকে কামড়িয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে দেবিদ্বার ও ৭ জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার তিনটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার সকালে সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা একত্রিত বাঁশ ও লাঠি দিয়ে ওই পাগলা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
গুরুতর আহতরা হলো, এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ইমরান (৭), রেহানা বেগম (৩৮), ফজিলাতুন্নেছা (৩০), সিমা আক্তার (২৮), খাদিজা বেগম (৪০), মোহনপুর ইউনিয়নের তানভীর (১০), ছোটনা গ্রামের সালমা (২০), কুরুইন গ্রামের ফাহিম হাসান (৯), রিশাদ (১২), জাকিয়া (৬), নার্গিস (৫০)।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তাঁর পরিচয় জানতে পারেনি চিকিৎসকেরা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে একটি বেওয়ারিশ পাগলা কুকুর মোহাম্মদপুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করতে থাকে। এর আগের দিন কুরুইন গ্রামেও কুকুরটি একাধিক বাড়িতে ঢুকে অনেককে কামড়িয়েছে। এরপর পার্শ্ববর্তী ছোটনা গ্রামে গিয়ে কামড়িয়ে মানুষকে আহত করেছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত ৫ জনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরও ৭ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিশু ইমরানের বাবা মো. মনিরুল ইসলাম বলেন, আমার ছেলে মুখে কামড় দিয়ে গালের মাংস তুলে ফেলেছে। পাগলা কুকুরটি সামনে যাকে পেয়েছে তাকেই কামড়িয়েছে। ভয়ে-আতঙ্কে মানুষ ঘরের দরজা বন্ধ করে রাখেন।
আহত সিমা আক্তার বলেন, কুকুরটি সামনে এসে লাফ দিয়ে আমার নাকে কামড় দিয়েছে। এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ সাহস করে সামনে আসেনি।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আলম জানান, পাগলা কুকুরটি আহতদের নাকে, মুখে ও গালে কামড়িয়েছে। হাসপাতালে কুকুরে কামড়ানোর ওষুধ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেই, আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, পাগলা কুকুরটি অনেক মানুষকে কামড়িয়েছে। আহতদের দেবিদ্বার ও চান্দিনা প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়া হয়েছে। কুকুরটি স্থানীয়রা সবাই পিটিয়ে মেরে ফেলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আহাম্মদ কবির বলেন, গুরুতর আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। কুকুরটি মানুষের মুখে নাকে কামড়িয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে দেবিদ্বার ও ৭ জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে