Ajker Patrika

ঈদের আগের রাতে নিখোঁজ হাফেজের লাশ মিলল লিফটের গর্তে

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৫: ২১
ঈদের আগের রাতে নিখোঁজ হাফেজের লাশ মিলল লিফটের গর্তে

চাঁদপুরের হাজীগঞ্জে এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পৌরসভার মকিমাবাদ মাস্টারপাড়া এলাকা থেকে ফায়ার সার্ভিসের লোকজন লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গতকাল রোববার রাতে লিফটের গর্তে লাশটি দেখতে পান ভবনের প্রহরী ছাবের আহাম্মদ। ছাবের আহাম্মদ জানান, নির্মাণাধীন ভবনের মালামাল দেখার জন্য দ্বিতীয় তলায় যান তিনি। এ সময় ভবনের নিচতলা লিফটের ফাঁকা গর্তে টর্চলাইট মারলে লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের বাবা মোস্তফা কামাল বলেন, তাঁর ছেলে ফরিদগঞ্জে তারাবিহ নামাজ পড়ানো শেষে ঈদ করতে বাসায় ফেরে। শুক্রবার রাতে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। ২০১৮ সাল থেকে তারা মকিমাবাদ মাস্টারপাড়ায় ভাড়া বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায়। 

হাফেজ আব্দুল্লাহ আল কাউছারের মা পেয়ারা বেগম বলেন, কয়েক মাস আগে একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় কয়েক কিশোরের সঙ্গে ঝামেলা হয়। তখন তাকে মারধর করতে করতে বাসা পর্যন্ত গিয়েছে ওই কিশোরেরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার দে ও হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ। ওসি বলেন, কাউসারের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত