Ajker Patrika

কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ, গ্রেপ্তার ১

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন মন্দিরে ঢিল নিক্ষেপ, গ্রেপ্তার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূজা চলাকালীন জগন্নাথ মন্দিরে ঢিল নিক্ষেপের অভিযোগে ইউসুফ নবী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার সকালে মন্দিরের কেয়ারটেকার (রক্ষণাবেক্ষণ) নির্মল চন্দ্র দে বাদী হয়ে এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

গ্রেপ্তার হওয়া ইউসুফ নবী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বার গ্রামের কাঞ্চন বাজার এলাকার আলী আজমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশন এলাকায় অবস্থিত জগন্নাথ মন্দির কমপ্লেক্সে হরি সেবা পূজা চলছিল। পূজায় শত শত ভক্ত উপস্থিত ছিলেন। পূজা চলাকালে মন্দিরের পার্শ্ববর্তী একটি বহুতল ভবন থেকে একজন ব্যক্তি একাধিকবার পূজাস্থান লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করে। এ সময় পাশের একটি ভবন থেকে ঘটনাটি ভিডিও করে কয়েকজন। পরবর্তীতে তারা স্থানীয় লোকজনকে ডেকে ওই ব্যক্তিকে আটক করে। মন্দিরের নির্মাণকাজ চলায় ভবনের ওপরে ত্রিপল বিছানো থাকায় তাঁর ছোড়া ঢিলগুলো পূজারস্থলে না পৌঁছোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন রোমন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় নির্মল চন্দ্র দে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত