Ajker Patrika

ঘোড়ায় চড়ে দায়িত্ব নিতে গেলেন ইউপি চেয়ারম্যান ও সদস্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০: ৫১
ঘোড়ায় চড়ে দায়িত্ব নিতে গেলেন ইউপি চেয়ারম্যান ও সদস্য

ঘোড়ায় ও ঘোড়ার গাড়িতে চড়ে দায়িত্ব নিতে ইউনিয়ন পরিষদে হাজির হলেন এক ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য। তাঁরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী ও একই ইউনিয়ন পরিষদের সদস্য সেকান্দর চৌধুরী। বৃহস্পতিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে ব্যান্ড পার্টি বাজিয়ে মিছিল নিয়ে নেচে-গেয়ে হাজির হন তাঁরা। পুরো আয়োজনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ প্রচারিত হয়।

এই আয়োজন ইতিমধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ওই দুজনের মধ্যে ঘোড়ার গাড়িতে করে আসেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন চৌধুরী। ইউপি সদস্য সেকান্দর চৌধুরী আসেন ঘোড়ায় চড়ে। তাঁরা আলাদাভাবে এলেও দুজনের বহরেই ছিল ব্যান্ড পার্টি ও মিছিল। এ সময় কারও মুখেই ছিল না মাস্ক। মানা হয়নি স্বাস্থ্যবিধিও।

৫ মিনিট ৫৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঘোড়ার গাড়িতে চড়ে ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী মিছিল নিয়ে এসেছেন। সামনে ব্যান্ড পার্টির লোকজন। আশপাশে মিছিলে অংশ নেওয়া প্রচুর লোকজন। সবার মাথায় ব্যাজ থাকলেও কারও মুখেই মাস্ক ছিল না। ফেসবুক লাইভে প্রচার করা অন্য একটি ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে ঘোড়ায় চড়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন ইউপি সদস্য সেকান্দর চৌধুরী। এ সময় দুজনেই হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদন জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত