নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুলিশ না পাওয়ায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে ১ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজির করা যায়নি। আজ রোববার তাঁকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলার কথা ছিল।
অপর দিকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ না পাওয়ায় তাঁকে পাঠাতে না পারার কথা লিখিতভাবে চট্টগ্রামের আদালতকে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফ্যাক্সযোগে এ তথ্য আদালতকে জানিয়েছেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অবশ্যই হাজিরের ব্যবস্থা করার জন্য পুলিশের আইজিকে আদেশ দিয়েছেন।’ আসামিকে হাজির না করায় মামলার গুরুত্বপূর্ণ তিন ব্যাংকার সাক্ষী ফেরত গেছেন বলে জানান এ আইন কর্মকর্তা।
কাজী ছানোয়ার আরও বলেন, ‘ঢাকায় আবদুর রহমান বদির কোনো মামলা নেই। তাঁকে স্বাভাবিকভাবে চট্টগ্রাম আদালতে রাখার কথা। কেন ঢাকায় রাখা হলো তা বুঝে আসছে না। এখন পুলিশ না পাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। অথচ ঢাকা ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিতে এসেও দিতে পারলেন না।’ এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তথ্যমতে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া ওই তালিকায় বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
পুলিশ না পাওয়ায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে ১ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজির করা যায়নি। আজ রোববার তাঁকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলার কথা ছিল।
অপর দিকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ না পাওয়ায় তাঁকে পাঠাতে না পারার কথা লিখিতভাবে চট্টগ্রামের আদালতকে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফ্যাক্সযোগে এ তথ্য আদালতকে জানিয়েছেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অবশ্যই হাজিরের ব্যবস্থা করার জন্য পুলিশের আইজিকে আদেশ দিয়েছেন।’ আসামিকে হাজির না করায় মামলার গুরুত্বপূর্ণ তিন ব্যাংকার সাক্ষী ফেরত গেছেন বলে জানান এ আইন কর্মকর্তা।
কাজী ছানোয়ার আরও বলেন, ‘ঢাকায় আবদুর রহমান বদির কোনো মামলা নেই। তাঁকে স্বাভাবিকভাবে চট্টগ্রাম আদালতে রাখার কথা। কেন ঢাকায় রাখা হলো তা বুঝে আসছে না। এখন পুলিশ না পাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। অথচ ঢাকা ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিতে এসেও দিতে পারলেন না।’ এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তথ্যমতে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া ওই তালিকায় বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি দিঘির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম।
৩ ঘণ্টা আগেপ্রকৃতির কোলে অরণ্যবেষ্টিত গ্রামের নাম হাগুড়াকুড়ি। মধুপুর সদর থেকে ২৫ কিলোমিটার দূরের এই গ্রামে প্রতিদিন ছুটে আসে শত শত রোগী। আধুনিক চিকিৎসা নয়; আন্তরিক সেবার টানেই নির্ভাবনায় বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত তাদের ছুটে আসা।
৩ ঘণ্টা আগেদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার মধ্যে আরেকটি ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প ৯ বছরেও বাস্তবায়ন করা হয়নি। দৃশ্যত সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে সব। ভারত সরকারের অর্থায়নে এ কারখানা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ভারত মুখ ফিরিয়ে নেওয়ায় প্রকল্পটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সেই শঙ্কা দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগেইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসা বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে