নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পুলিশ না পাওয়ায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে ১ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজির করা যায়নি। আজ রোববার তাঁকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলার কথা ছিল।
অপর দিকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ না পাওয়ায় তাঁকে পাঠাতে না পারার কথা লিখিতভাবে চট্টগ্রামের আদালতকে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফ্যাক্সযোগে এ তথ্য আদালতকে জানিয়েছেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অবশ্যই হাজিরের ব্যবস্থা করার জন্য পুলিশের আইজিকে আদেশ দিয়েছেন।’ আসামিকে হাজির না করায় মামলার গুরুত্বপূর্ণ তিন ব্যাংকার সাক্ষী ফেরত গেছেন বলে জানান এ আইন কর্মকর্তা।
কাজী ছানোয়ার আরও বলেন, ‘ঢাকায় আবদুর রহমান বদির কোনো মামলা নেই। তাঁকে স্বাভাবিকভাবে চট্টগ্রাম আদালতে রাখার কথা। কেন ঢাকায় রাখা হলো তা বুঝে আসছে না। এখন পুলিশ না পাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। অথচ ঢাকা ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিতে এসেও দিতে পারলেন না।’ এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তথ্যমতে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া ওই তালিকায় বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
পুলিশ না পাওয়ায় সাবেক এমপি আবদুর রহমান বদিকে ১ কোটি ৬৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে হাজির করা যায়নি। আজ রোববার তাঁকে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলার কথা ছিল।
অপর দিকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ না পাওয়ায় তাঁকে পাঠাতে না পারার কথা লিখিতভাবে চট্টগ্রামের আদালতকে জানিয়েছে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাশিমপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফ্যাক্সযোগে এ তথ্য আদালতকে জানিয়েছেন। আদালতের বিচারক কবির উদ্দিন প্রামাণিক আগামী ধার্য তারিখে (১৩ ফেব্রুয়ারি) তাঁকে অবশ্যই হাজিরের ব্যবস্থা করার জন্য পুলিশের আইজিকে আদেশ দিয়েছেন।’ আসামিকে হাজির না করায় মামলার গুরুত্বপূর্ণ তিন ব্যাংকার সাক্ষী ফেরত গেছেন বলে জানান এ আইন কর্মকর্তা।
কাজী ছানোয়ার আরও বলেন, ‘ঢাকায় আবদুর রহমান বদির কোনো মামলা নেই। তাঁকে স্বাভাবিকভাবে চট্টগ্রাম আদালতে রাখার কথা। কেন ঢাকায় রাখা হলো তা বুঝে আসছে না। এখন পুলিশ না পাওয়ার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি। অথচ ঢাকা ব্যাংকের তিন কর্মকর্তা সাক্ষ্য দিতে এসেও দিতে পারলেন না।’ এ মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
তথ্যমতে, ২০০৭ সালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। কক্সবাজারের টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় গত ২০ আগস্ট নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে আবদুর রহমান বদি নবম ও দশম জাতীয় নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে তাঁর পরিবর্তে স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে আবদুর রহমান বদির নাম রয়েছে। এ ছাড়া ওই তালিকায় বদির চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে দেশবাসী ও দুনিয়াবাসীকে জানাতে চাই, চব্বিশের আগস্টের বৈষম্যবিরোধী বিজয়কে আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি। সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা করি। কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তো ভেবেছিলাম, তাদের এই বিজয় হাজার বছর...
৩ মিনিট আগেবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি বিভিন্ন বড় বড় প্রকল্পে দুর্নীতি-অনিয়ম হয়েছে। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের কোনো প্রকল্পে দুর্নীতি
৩ মিনিট আগেহোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে মৎস্য ভবনের গোলচত্বর এলাকায় অবরোধ করেন তাঁরা...
৭ মিনিট আগেঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ডিসি মাসুদ আলম এক ছাত্রের মুখ চেপে ধরেছেন।
১১ মিনিট আগে