Ajker Patrika

কর্ণফুলীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
কর্ণফুলীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ নাছির উদ্দীন (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার বড় উঠান ইউনিয়নের ফাজিল খার হাঁটে এই দুর্ঘটনা ঘটে। 

নাছির বড় উঠান ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের জাহিদুল হকের ছেলে। তিনি স্থানীয় ফাজিল খার হাট নাছির কনভেনশন হলের মালিক। তাঁর সংসারে মা-বাবা, স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নিহতের প্রতিবেশী বড় উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম উদ্দিন। 

সেলিম উদ্দিন বলেন, ‘আজ সন্ধ্যায় বড় উঠান ইউনিয়ন আওয়ামী লীগের সমাবেশ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন নাছির উদ্দীন। উত্তর দিক থেকে আসা দ্রুতগতির অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। তাঁকে উদ্ধার করে কলেজ বাজার হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। এ সময় দায়িত্বরত চিকিৎসক নাছির উদ্দীনকে মৃত ঘোষণা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত