Ajker Patrika

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৭: ৩৭
লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোবাশ্বেরা বেগম (৬০) নামে এক নারী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলার মজুচৌধুরীহাট এলাকায় লক্ষ্মীপুর-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ওই নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোবাশ্বেরা বেগম সদর উপজেলার সমসেরাবাদ এলাকার তাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মজুচৌধুরীরহাট এলাকার ছেলের শ্বশুরবাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন মোবাশ্বেরা বেগম। মুজচৌধুরীহাট পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এ সময় মোবাশ্বেরা বেগমসহ দুজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান মোবাশ্বেরা বেগম। আহত ওই ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘মজুচৌধুরীরহাট এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও একজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ ও চালকের আটকের চেষ্টা চলছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা। সে কারণে কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়া দাফন করতে কোনো সমস্যা নাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত